.......... GREAT NEWS ..........
মোবাইল ফোন অপারেটর
রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি টেলিটক
বাংলাদেশ লিমিটেডের
সাথে অবকাঠামো ভাগাভাগির জন্য
একটি সমঝোতা স্মারকে সই করেছে।
রবি’র গুলশানের কর্পোরেট হেড অফিসে এ
বিষয়ক চুক্তিতে সই করেন রবির
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার
এবং টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর
রহমান।
চুক্তি মতে, সামনে টেলিটকের
সাথে অবকাঠামো ভাগাভাগি ও
সহযোগিতামূলক পদক্ষেপ নেয়ার
প্রত্যাশা করছে রবি।
অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক
দু’অপারেটরই তাদের ব্যয় কমানোর পাশাপাশি প্রতিযোগীতামূলক
বাজারো আরো শক্ত অবস্থান
তৈরি করতে পারবে। এ ছাড়াও দ্রুততার
সাথে টেলিটকের ৩-G সেবা ছড়িয়ে দিতে এ
অবকাঠামো ভাগাভাগি বিশেষ
ভাবে সহযোগিতা করবে। অন্যদিকে এ পদক্ষেপের ফলে সরকারের ডিজিটাল
বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথও
আরো প্রসারিত হবে।
অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক
এমন সব এলাকায় তাদের
সেবা দিতে পারবে যেখানে এককভাবে নেটওয়ার্ক
স্থাপন করায় লোকসানের ঝুঁকি রয়েছে। এ
চুক্তির ফলে যোগাযোগ সেবার সহজলভ্যতা ও
গ্রাহকের পছন্দ-অপছন্দের বিষয়টির গুরুত্ব পাওয়া এবং সেবার দাম কমার
ফলে তারা লাভবান হবেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র
ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের প্রধান আসিফ
রহমান, কর্পোরেট স্ট্র্যাটেজি বিভাগের
ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী,
লিগ্যাল ও কমপ্লায়েন্স বিভাগের ভাইস
প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদুল আলম, টেলিটকের থ্রিজি প্রজেক্ট ডিরেক্টর গিয়াস
উদ্দিন আহমেদ, রেগুলেটরি ও কর্পোরেট
রিলেশনের জেনারেল ম্যানেজার কাজি মো.
গোলাম কুদ্দুস, সিস্টেম অপারেশনের জেনারেল
ম্যানেজার মোহাম্মদ তৌরিত,
থ্রিজি প্রজেক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল কবির,
প্রকিউরমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার
সাঈদ মাহমুদ ও থ্রিজি প্রজেক্টের
অ্যাসিসস্টেন্ট ম্যানেজার এসএম.
লুথফুল্লাহিল মজিদ।
মোবাইল ফোন অপারেটর
রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি টেলিটক
বাংলাদেশ লিমিটেডের
সাথে অবকাঠামো ভাগাভাগির জন্য
একটি সমঝোতা স্মারকে সই করেছে।
রবি’র গুলশানের কর্পোরেট হেড অফিসে এ
বিষয়ক চুক্তিতে সই করেন রবির
ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার
এবং টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর
রহমান।
চুক্তি মতে, সামনে টেলিটকের
সাথে অবকাঠামো ভাগাভাগি ও
সহযোগিতামূলক পদক্ষেপ নেয়ার
প্রত্যাশা করছে রবি।
অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক
দু’অপারেটরই তাদের ব্যয় কমানোর পাশাপাশি প্রতিযোগীতামূলক
বাজারো আরো শক্ত অবস্থান
তৈরি করতে পারবে। এ ছাড়াও দ্রুততার
সাথে টেলিটকের ৩-G সেবা ছড়িয়ে দিতে এ
অবকাঠামো ভাগাভাগি বিশেষ
ভাবে সহযোগিতা করবে। অন্যদিকে এ পদক্ষেপের ফলে সরকারের ডিজিটাল
বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথও
আরো প্রসারিত হবে।
অবকাঠামো ভাগাভাগির ফলে রবি ও টেলিটক
এমন সব এলাকায় তাদের
সেবা দিতে পারবে যেখানে এককভাবে নেটওয়ার্ক
স্থাপন করায় লোকসানের ঝুঁকি রয়েছে। এ
চুক্তির ফলে যোগাযোগ সেবার সহজলভ্যতা ও
গ্রাহকের পছন্দ-অপছন্দের বিষয়টির গুরুত্ব পাওয়া এবং সেবার দাম কমার
ফলে তারা লাভবান হবেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র
ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের প্রধান আসিফ
রহমান, কর্পোরেট স্ট্র্যাটেজি বিভাগের
ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী,
লিগ্যাল ও কমপ্লায়েন্স বিভাগের ভাইস
প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদুল আলম, টেলিটকের থ্রিজি প্রজেক্ট ডিরেক্টর গিয়াস
উদ্দিন আহমেদ, রেগুলেটরি ও কর্পোরেট
রিলেশনের জেনারেল ম্যানেজার কাজি মো.
গোলাম কুদ্দুস, সিস্টেম অপারেশনের জেনারেল
ম্যানেজার মোহাম্মদ তৌরিত,
থ্রিজি প্রজেক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল কবির,
প্রকিউরমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার
সাঈদ মাহমুদ ও থ্রিজি প্রজেক্টের
অ্যাসিসস্টেন্ট ম্যানেজার এসএম.
লুথফুল্লাহিল মজিদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন