আরেকটি স্মার্টফোন এনেছে সিম্ফনি
জিনজারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচের পর গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে সম্প্রতি সিম্ফনি বাজারে এনেছে আইসক্রিম স্যান্ডউইচ ৪.০ ও ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন এক্সপ্লোরার ড৯০ ।
সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন জানান, ডুয়াল কোর সুবিধা থাকায় এ ফোনটিতে ওয়েবপেজ ডাউনলোড অনেক দ্রুত সম্পন্ন করবে এবং ব্যাটারি খরচ হবে অনেক কম। গ্রাহকরা আগের চেয়ে স্মুথ টাচ, অ্যাডভান্স লেভেল গেমস এবং দ্রুত মাল্টিটাস্কিং অভিজ্ঞতা লাভ করবে। এর পাঁচ ইঞ্চির বৃহৎ স্ক্রিন মুভি দেখা বা গেমসের জন্য বিশেষ সুবিধা দেবে। হ্যান্ডসেটটি ১০ মিলিমিটার পুরু ৭৮.৫ মি.মি. প্রশস্থ এবং ১৪২ মি.মি. লম্বা। রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১ গিগাহার্টজ ডুয়াল কোরের শক্তিশালী এ ফোনটি ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট রমসমৃদ্ধ, যা দ্রুতগতি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ডাউনলোড ও এর ব্যবহারকে সহজ করবে। হ্যান্ডসেটটির মূল্য ১৪ হাজার ৪৯০ টাকা।
জিনজারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচের পর গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে সম্প্রতি সিম্ফনি বাজারে এনেছে আইসক্রিম স্যান্ডউইচ ৪.০ ও ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন এক্সপ্লোরার ড৯০ ।
সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন জানান, ডুয়াল কোর সুবিধা থাকায় এ ফোনটিতে ওয়েবপেজ ডাউনলোড অনেক দ্রুত সম্পন্ন করবে এবং ব্যাটারি খরচ হবে অনেক কম। গ্রাহকরা আগের চেয়ে স্মুথ টাচ, অ্যাডভান্স লেভেল গেমস এবং দ্রুত মাল্টিটাস্কিং অভিজ্ঞতা লাভ করবে। এর পাঁচ ইঞ্চির বৃহৎ স্ক্রিন মুভি দেখা বা গেমসের জন্য বিশেষ সুবিধা দেবে। হ্যান্ডসেটটি ১০ মিলিমিটার পুরু ৭৮.৫ মি.মি. প্রশস্থ এবং ১৪২ মি.মি. লম্বা। রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১ গিগাহার্টজ ডুয়াল কোরের শক্তিশালী এ ফোনটি ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট রমসমৃদ্ধ, যা দ্রুতগতি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ডাউনলোড ও এর ব্যবহারকে সহজ করবে। হ্যান্ডসেটটির মূল্য ১৪ হাজার ৪৯০ টাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন