Search Here !!

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

‘সিম্বিয়ান’ অধ্যায়ের ইতি টানলো নকিয়া!!

‘সিম্বিয়ান’
অধ্যায়ের
ইতি টানলো নকিয়া!!
.
.
.
.
এ অপারেটিং সিস্টেম
আর ব্যবহার
করবে না মুঠোফোন
নির্মাতা প্রতিষ্ঠানটি..
এর
বদলে মাইক্রোসফটের
মোবাইল
অপারেটিং সিস্টেম
(উইন্ডোজ মোবাইল)
ব্যবহার করবে ।
এক ঘোষণায়
নকিয়া জানায়,
‘নকিয়া ৮০৮
পিওরভিউ’
স্মার্টফোনটিই
সিমবিয়ান
চালিত শেষ ডিভাইস...
এরপর থেকে আর
কোনো ডিভাইসে এটি ব্যবহার
করা হবে না!
বিশ্লেষকদের মতে,
নোকিয়ার এ ঘোষণার
পর
অন্যান্য মুঠোফোন
নির্মাতারাও
সিম্বিয়ান
ব্যবহার বন্ধ
করে দিতে পারে ।
কারণ,
অ্যাপলের আইওএস ও
গুগলের অনড্রয়েডের
মতো আধুনিক
মোবাইল
অপারেটিং সিস্টেমের
এই যুগে সিম্বিয়ান
কার্যত অকেজো ।
১৯৯৮ সাল
থেকে বিভিন্ন
মুঠোফোন
নির্মাতারা সিমবিয়ান
ব্যবহার শুরু
করে...
২০১০ সাল পর্যন্ত
এটিই ছিল
সবচেয়ে জনপ্রিয় ও
বহুল ব্যবহৃত
মোবাইল
অপারেটিং সিস্টেম..
এরপর
অ্যান্ড্রয়েডের
জনপ্রিয়তা বাড়তে থাকায়
মুঠোফোন
নির্মাতাদের
কাছে গুরুত্ব
হারাতে থাকে সিমবিয়ান...!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন