Search Here !!

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

অপারেটিং সিস্টেম ইন্সটল করুন Pendrive থেকে (সাথে একটি বোনাস)

অপারেটিং সিস্টেম ইন্সটল করুন Pendrive থেকে (সাথে একটি বোনাস)
-----------------------------------------------------

নতুনদের কাজে লাগবে।ভুল হলে ক্ষমা করবেন, সংশধন করে দেবেন। যারা ১০.১ ইঞ্চি বা তারচেয়ে ছোট মনিটরের ল্যাপটপ use করেন ,তাদের ল্যাপটপে সাধারণত সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন তারা অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন কিভাবে? হ্যাঁ, তারা পেনড্রাইভ দিয়েই এটা করতে পারবেন। দেখে নিন TRICK টা।

প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT

এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল যথাক্রমে P ও Q।

কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।

>> ছবিসহ পোস্টটি দেখুনঃ www.tunerpage.com/archives/200785

>>বন্ধুদের শিখাতে চাইলে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইলে।। <<

-------------------------------------------------------
বিঃদ্রঃ এই পোস্টটি আপনার ওয়ালে দেখতে পেলে পোস্টে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। লাইক-কমেন্ট-শেয়ার না করলে পরবর্তী পোস্টটি আপনার ওয়ালে আর পেজ এর ফিড সো করবে না।। ধন্যবাদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন