Search Here !!

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

**পর্নো ছবি, আপত্তিকর তথ্যের খোঁজ দেবে না গুগল**

**পর্নো ছবি, আপত্তিকর তথ্যের খোঁজ দেবে না গুগল**

Google পর্নো ছবি, আপত্তিকর আলোকচিত্র বা তথ্য খোঁজা সহজ আর থাকছে না।গতকাল বুধবার অনেক গুগল ব্যবহারকারী আচমকা দেখেন তাদের প্রিয়সার্চ ইঞ্জিন অনেক কিছুরই অনুসন্ধানফল দিচ্ছেনা ।
এ নিয়ে হৈচৈ শুরু হলে গুগল বিবৃতি দিয়ে জানায়,
ঘটনা সত্যি। গুগল দিয়ে যা ইচ্ছে তাই খোঁজা আর নয়। গুগলের এক নারী মুখপাত্র বিবৃতিতে বলেন,
“আমরা সেইফসার্চ সেটিং সিট আরো সরলীকরণ করেছি। আপত্তিকর কোন কিছুরছবি বা তথ্য এখন সরাসরি আর পাওয়া যাবে না.....। তবে কেউ
সুনির্দিষ্টভাবে ­ কিছু অনুসন্ধান করলে ঠিকঠাক ফল পাবেন।”
-
-
এ খবরে তুলনামূলক তরুণ প্রজন্ম হতাশ বোধ করলেও সাবধানী অভিভাবক ও রক্ষণশীল
মহল স্বস্তি বোধ করবে।
-ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে,১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার
মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক। আর এরপরেই অবস্থান “পর্নো\’” এবং “সেক্স”
শব্দ দুটির৷
নর্টন আরো জানিয়েছে, বাবা-মা দের জন্য এই সংবাদ বেশ উদ্বেগের এবং এ নিয়ে তাদের উচিত
শিশুদের সঙ্গে কথা বলা। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এ সিদ্ধান্ত যুগান্তকরী হয়ে ওঠবে যদি তাদের দেখাদেখি ইয়াহু, বিং এর মতো প্রতিষ্ঠানও এ ধরনের
পদক্ষেপ নেয়। Like এবং comment দিয়ে সুচিন্তিত মতামত জানান ।
admin@Fazle Rabby

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন