Search Here !!

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

আজকে আপনাদেরকে  সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন।
চলুন শুরু করা যাক।

এটি খুবই ছোট সফটওয়ার।এর সাইজ মাত্র ১০ কিলোবাইট।তাতে কি?কথায় আছে না ছোট মরিচের আরো ঝাল বেশী।এই সফ্টওয়ার ও ঠিক তেমনি।এই সফটওয়ার দিয়েও রেকর্ড করতে প্রথমে এফ এম রেডিও লাউডস্পিকার ওপেন করুন।এরপর সফটওয়ার ওপেন করে RECORD বাটনে ক্লিক করে রেকর্ড শুরু করুন।এই সফটওয়ার দিয়ে রেকর্ড করা ফাইলগুলো সরাসরি মেমোরি কার্ডে সেভ হবে।
আর একটা কথা এই সফটওয়ার দিয়ে কিন্তু সব সেটে রেকর্ড করতে পারবেন না।কেননা সব সেটে একসাথে এফ এম রেডিও আর সফটওয়ার চালানো যায় না।
সফটওয়ারগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন